প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জুড়ীতে একদিনে ৬ জনের করোনা শনাক্ত

admin
প্রকাশিত জুন ২০, ২০২০, ০৭:৫৩ পূর্বাহ্ণ
জুড়ীতে একদিনে ৬ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারের জুড়ীতে একদিনে ৬ জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে।

শুক্রবার রাতে উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা এবং একজন স্বাস্থ্যকর্মীর করোনা পজিটিভ বলে নিশ্চিত করেন ইউএইচ ও ডা. সমরজিৎ সিংহ।

 

এরপর রাত সাড়ে ১২টার দিকে আরও চারজনের করোনা পজিটিভ রিপোর্ট আসার কথা ও জানান তিনি। এ নিয়ে ২৪ ঘন্টায় উপজেলায় মোট ৬ জনের করোনা পজিটিভ বলে জানা গেছে।

আক্রান্ত অপর চারজনের মধ্যে দুইজনের বাড়ি বেলাগাঁও গ্রামে, একজন জনতা ব্যাংকের কর্মকর্তা, অপরজন স্টেশন রোড এলাকার বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. প্রিয়জ্যোতি ঘোষ অণিক জানান, আজ শুক্রবার দুই দফায় তাদের রিপোর্ট পজিটিভ আসায় তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা হচ্ছে।

এ নিয়ে উপজেলায় মোট ২৬ জন আক্রান্ত হলেন তাদের মধ্যে ১ জন মারা গেছেন এবং নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ৭ জন। বাকিরা সবাই ছাড়পত্র পেয়ে সুস্থ হয়ে বাড়িতে আছেন।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.