প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জনপ্রতিনিধি চাইলে সমাজের চেহারা বদলে দিতে পারেন-হাসান শামীম

admin
প্রকাশিত মে ২৩, ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ণ
জনপ্রতিনিধি চাইলে সমাজের চেহারা বদলে দিতে পারেন-হাসান শামীম

 

একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইলে ৫ বছরে একটা ইউনিয়নের চেহারা পরিবর্তন করে দিতে পারে। এজন্য উক্ত চেয়ারম্যান কে হতে হবে মানবিক গুনাবলি সম্পন্ন। সেসাথে আল্লাহর ভয়, পরকালের জাবাবদিহীতা থাকতে হবে । এবং কঠোর পরিশ্রমী হতে হবে।
আজ থেকে দশ বছর আগে একটা ইউনিয়নে যা বাজেট হতো বর্তমানে তার দশ গুণ বাজেট হয়। এছাড়াও প্রতি বছর এলজিএসপি প্রকল্প, জাইকা, বিশ্বব্যাংকের নানা প্রকল্প ও সরকারের নানা অগ্রাধিকার প্রকল্প সারা বছর একটার পর একটা আসতেই থাকে । নতুন অর্থ বছরে শুধু প্রকল্প আর প্রকল্প। আর এমপি সাহেবের স্পেশাল বরাদ্দ আছেই ।
প্রকল্প বাস্তবায়নের অভাবে বরাদ্দ ফেরত যায়।
আমার দেখা অনেক চেয়ারম্যান আছেন যারা প্রকল্প প্রনয়ণ করে মন্ত্রণালয়ে জমা করা। কিভাবে পাশ করিয়ে আনতে হবে এসব সম্পর্কে কোন জ্ঞানই রাখেন না। চেয়ারম্যানের কাজের পরিধি ও জানেন না। আর মেম্বার দের কথা বাদই দিলাম। তারা শুধু বুঝে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা আর রিলিফের চাউল।
আর এর জন্য দায়ী দেশের সাধারণ ভোটাররা। কাকে চেয়ারম্যান বানাতে হবে কাকে মেম্বার বানাতে হবে এটা বুঝতে পারে না। ভোটের আগে ৫০০ এক হাজার টাকা পেয়ে অযোগ্যদের ভোট দেয়।
এভাবে চলতে থাকলে এ দেশ শুধু পেছনেই যাবে। দেশের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতি হবে না।
উদাহরণ স্বরুপ আমার ইউনিয়নের কথা বলি। আজ থেকে ২০ বছর আগে যে রকম ছিল সেভাবেই পড়ে আছে। এ কয়েক বছরে যেটুকু কাজ হয়েছে এটা গতানুগতিক কাজ।এখানে চেয়ারম্যান মেম্বার যেই থাকুক না কেনো এ কাজগুলো হতোই। কেননা এ কাজগুলো সরকারের পরিকল্পনা মোতাবেক হচ্ছে। মন্ত্রণালয় থেকে ডিসি অফিস হয়ে ইউএনও অফিসের মাধ্যমে ইউনিয়ন গুলোতে ভাগ করে দেয়া হয়।
আমি অনেক খুজে দেখলাম। কোন স্পেশালিটি পেলাম না। সবচেয়ে বড় সমস্যা গুলো চিন্নিত করে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। সমাধান দুরের কথা। এলাকার শিক্ষা, চিকিৎসার উন্নয়ন , বেকারত্ব দুরিকরন, গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নে কোন নতুনত্ব নেই। অথচ অনেক সম্ভাবনাময় একটা ইউনিয়ন এই আমাদের শাহবাজপুর। এখানে প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদের কোন অভাব নেই। সুস্টু পরিকল্পনার মাধ্যমে মাত্র ৫ বছরে শাহবাজপুর কে সম্পুর্ণ রুপে বদলে দেয়া সম্ভব।
-ব্যাংকার

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.