
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ থানা এলাকা থেকে ১২৭৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
সোমবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে জকিগঞ্জ থানাধীন উজিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আতাউর রহমান (৫০) সিলেটের জকিগঞ্জ থানাধীন উজিরপুর গ্রামের মৃত বাতির আলীর ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ওবাইন জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক মামলা দায়ের করে সিলেট জেলা জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।