প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জকিগঞ্জে বালাউটী ছাহেব (রহ.)’র মাগফেরাত কামনায় দোয়া

admin
প্রকাশিত অক্টোবর ২৪, ২০১৯, ০১:১৬ অপরাহ্ণ
জকিগঞ্জে বালাউটী ছাহেব (রহ.)’র মাগফেরাত কামনায় দোয়া

জকিগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর অন্যতম খলিফা আল্লামা বালাউটী ছাহেব (রহ.) এর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ২ টায় জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা হলরুমে উপজেলা তালামীয সভাপতি আহমদ আল মনজুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ছায়িদ মো. আশিকের পরিচালনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মাওলানা আব্দুল বাকী খালেদ, আল্লামা বালাউটী ছাহেব (রহ.) এর ছেলে মোহাম্মদ মিনহাজুর রহমান, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কয়েছ মাহমুদ চৌধুরী,  উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা কামাল আহমদ, সাবেক প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ কাওছার আহমদ, তালামীযের সাবেক দায়িত্বশীল মাওলানা জমির উদ্দিন, সিলেট পূর্ব জেলা তালামীযের সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এহসান মোহাম্মাদ শামীম, জকিগঞ্জ পৌর তালামীযের সভাপতি হোসাইন আহমদ, জকিগঞ্জ উপজেলা তালামীযের অর্থ সম্পাদক মো. খলিলুর রহমান ছাব্বির, সহ অফিস সম্পাদক নোমান আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মারুফ আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক তারেক আহমদ চৌধুরী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা তালামীযের সাধারণ সম্পাদক উবায়দুল হক, জকিগঞ্জ পৌর তালামীযের সহ সভাপতি জুনেদ আহমদ সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, শরীফগঞ্জ ঈদে মিলাদুন্নবী (সা.) এর সাধারণ সম্পাদক মাওলানা সুমন আহমদ, কোষাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন, লিমন আহমদ, মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.