প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জকিগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, আ.লীগ নেতা আটক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২০, ০৫:৩১ পূর্বাহ্ণ
জকিগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, আ.লীগ নেতা আটক

জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জে ৪র্থ শ্রেণির এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ সোমবার পৌরসভা আওয়ামীলীগ নেতা কয়েছ আহমদ (৪২) কে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। সে পৌর এলাকার খলাছড়া গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে।

রবিবার তার বিরুদ্ধে জকিগঞ্জ থানায় এক প্রতিবন্ধী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে সোমবার তাকে আটক করে।

অভিযোগে শিক্ষার্থীর বাবা উল্লেখ করেন, মাদ্রাসা ছুটির পর তার প্রতিবন্ধী মেয়ে বাড়ী যাবার পথে কয়েছ আহমদের বাসার পাশের বরই গাছের নিচে বরই কুঁড়াতে গেলে কয়েছ তাকে ধরে নিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। পরে মেয়েটি চিৎকার শুরু করলে লোকজন এগিয়ে এসে বাসার ২য় তলার একটি কক্ষ থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, অভিযোগ পেয়ে অভিযুক্ত কয়েছ আহমদকে আটক করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.