
জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জে পেঁয়াজের বাজার লাগামহীন। অস্থির বাজারে ইচ্ছেমত অসাধু ব্যবসায়ীরা পেঁয়াজ বিক্রি করছেন। প্রতিটি হাটবাজারে ২শ থেকে শুরু করে ২৫০ টাকা পর্যন্ত দাম রাখা হচ্ছে প্রতি কেজি পেঁয়াজের। পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী অফিসার তৎপরতা চালালেও কৌশলী হয়ে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। উপজেলা নির্বাহী অফিসারের সময় পেঁয়াজে সরিয়ে ফেলেন ব্যবসায়ীরা। তিনি চলে গেলে আবারো ইচ্ছেমতো মূল্যে বিক্রি করা হচ্ছে।
সোমবার খবর পেয়ে বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ একদল পুলিশ নিয়ে শরিফগঞ্জ ও বাবুর বাজারে পেঁয়াজের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় দাম বৃদ্ধির সত্যতা পেয়ে বিভিন্ন দোকানে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ জানিয়েছেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পেঁয়াজ মজুদ করে কেউ ১২০ টাকার বেশী দরে বিক্রি করার সত্যতা পাওয়া গেলে শাস্তিভোগ করতে হবে। তিনি দুটি বাজারে অভিযান পরিচালনার সময় প্রায় ৪০ জন ক্রেতা ১২০ টাকা দামে পেঁয়াজ কিনে নিয়েছেন।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানের খবর পেয়ে বাবুর বাজার ও শরিফগঞ্জ বাজারের ব্যবসায়ীরা পেঁয়াজ দোকান থেকে সরিয়ে ফেলেন। বাবুর বাজারে অভিযান পরিচালনার সময় বেশীর ভাগ দোকানে পেঁয়াজ ছিলো না।
নির্বার্হী কর্মকর্তা অভিযান শেষে বাজার ত্যাগ করার পরপর আবারো অসাধু ব্যবসায়ীরা বেশী দামে পেঁয়াজ বিক্রি শুরু করেন।
সংবাদটি শেয়ার করুন।