প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জকিগঞ্জে ঈসালে সওয়াব মাহফিলে হৃদরোগে একজনের মৃত্যু

admin
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২০, ০৫:৩৩ পূর্বাহ্ণ
জকিগঞ্জে ঈসালে সওয়াব মাহফিলে হৃদরোগে একজনের মৃত্যু

জকিগঞ্জ প্রতিনিধি :: জকিগঞ্জে আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (র.)’র ১২ তম ঈসালে সাওয়াব মাহফিলে হৃদরোগজনিত কারনে একজনের মৃত্যু হয়েছে। তিনি জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ফুলতলী গ্রামের মোস্তফা উদ্দিন মস্তু (৭০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈসালে সাওয়াব মাহফিলে অবস্থানকালীন সময়ে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে ঈসালে সওয়াবের অস্থায়ী মেডিকেল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈসালে সওয়াব মাহফিলের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তানভীর আহমদ এ তথ্য নিশ্চিত করে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.