প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্রশিবির সকল রক্তচক্ষুকে মোকাবেলা করে সামনে এগিয়ে চলছে দুর্বার গতিতে-বিয়ানীবাজারে ডা: উসামা

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৫, ২০২৪, ১০:৩৭ অপরাহ্ণ

 

সংবাদ বিজ্ঞপ্তি:

 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক ডা: উসামা রায়হান বলেছেন, দুনিয়ার লোভ-লালসার কাছে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা নিজেদের জলাঞ্জলি না দিয়ে পাহাড়সম বিপদসঙ্কুল পথ পাড়ি দিয়ে সম্মুখে এগিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।

 

তিনি বলেন, ছাত্রশিবির নেতাকর্মীরা শুধুমাত্র দুনিয়ার ভোগের সাগরে নিজেদের ভাসিয়ে না দিয়ে দুনিয়াকে আখেরাতের পরীক্ষালয় হিসেবে গ্রহণ করেছে। এর জন্য তারা সকল রক্তচক্ষুকে মোকাবেলা করে সামনে এগিয়ে চলছে দুর্বার গতিতে। তাই তারা পৃথিবীতে মৃত্যুর শঙ্কায় মরার আগে অনেকবার মরে। তিনি আরো বলেন, শিবিরের নেতাকর্মীরা জীবনকে ভোগ করার চেষ্টা করলেও বাস্তবে উপভোগ করতে পারে না। প্রকৃত উপভোগ্য জীবন হলো প্রশান্তিময় আত্মার জীবন, যা শুধু বস্তু দিয়ে অর্জন করা যায় না।

 

তিনি বুধবার দুপুরে বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে কলেজ ছাত্রশিবির আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি ফাতেহুল ইসলামের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক তোফায়েল হাসান তোহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পূর্বের সভাপতি মারুফ আহমদ, জেলা পশ্চিমের সাবেক সভাপতি ফরিদ আল মামুন, জেলা পূর্বের কলেজ সম্পাদক হাফিজ রুহুল আমীন, বিয়ানীবাজার দক্ষিণ শাখার সভাপতি আহবাব হোসেন মুরাদ, উত্তর শিবিরের সভাপতি আমিনুল ইসলাম, পশ্চিম শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, কলেজ সাংগঠনিক সম্পাদক আবু সাইদ ও পৌর শাখা সভাপতি হাবিব আহমদ।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.