প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চুনারুঘাটে ট্রাক চাপায় ১ মোটর সাইকেল আরোহী নিহত

admin
প্রকাশিত অক্টোবর ৩১, ২০১৯, ০৬:২৭ পূর্বাহ্ণ
চুনারুঘাটে ট্রাক চাপায় ১ মোটর সাইকেল আরোহী নিহত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জের চুনারুঘাটে ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আশংঙ্কা জনক অবস্থায় অপর আহত মোটর সাইকেল আরোহীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের শ্রীকুটা থেকে চুনারুঘাট বাজারে আসার পথে (৩০ অক্টোবর) বুধবার রাত ৯টার দিকে চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজারের সিএনজি স্টেশনের সন্নিকটে পৌছা মাত্র বিপরিতগামী একটি গাছ বোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী হ্নদয় চন্দ্র দেবনাথ (১৫) নিহত হয়।

সে উপজেলার সদর ইউনিয়নের জাজিউতা গ্রামের নিতাই চন্দ্র দেবনাথের ছেলে। এসময় অপর মোটর সাইকেল আরোহী রাজু মিয়া (২০) গুরুতর আহত হয়। সে উপজেলার শ্রীকুটা গ্রামের মহরম আলীর ছেলে।

আহত রাজু মিয়াকে প্রথমে চুনারুঘাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশংঙ্কাজনক আবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই সামিউল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এদিকে ট্রাক ও ঘাতক ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য যে, ইতোপূর্বে গত ঈদে পৌরসভার বাগবাড়ী গ্রামের বাসিন্দা প্রধান শিক্ষক দিদার হোসেন একই স্থানে মোটর সাইকেল দূর্ঘটনায় ঘটনস্থালে নিহত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.