
গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জের শরীফগঞ্জে সরকারি খেলার মাঠ দখলের অভিযোগের প্রেক্ষিতে মাঠ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডের নির্দেশে কদুপুর ও রামপুর খেলার মাঠ প্রাথমিক ভূমি জরিপে যান উপজেলা উপজলো ভূমি অফিসের সার্ভেয়ার।
এসময় উপস্থিত ছিলেন, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এমএ মুহিত হীরা, ইউপি সদস্য আব্দুর কাদির, সমাজসেবক ফখরুল ইসলাম মুজিব, জামাল আহমদ, রহমত আলী, শাহীন আহমদ, আব্দুল আজিজ, মাসুদ আহমদ, মুন্না আহমদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ।
এ প্রসঙ্গে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোস্তফা কামাল জানান, মাঠের আংশিক অংশ দখলের সত্যতা পাওয়া গেছে। তাদেরকে দখলকৃত জায়গা ছেড়ে দেয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। অভিযুক্তরা দখলকৃত অংশ ছেড়ে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে গত ১০ই অক্টোবর স্থানীয় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বরাবর কদুপুর ও রামপুর গ্রামের সরকারি খেলার মাঠ দখলদারদের কবল থেকে মুক্ত করে শরীফগঞ্জ ইউনিয়ন স্টেডিয়াম নামকরণ করার দাবিতে স্মারকলিপি প্রদান করেন ।
সংবাদটি শেয়ার করুন।