প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গাছে ঝুলছিলো যুবকের নিথর দেহ

editor
প্রকাশিত অক্টোবর ২, ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ণ

গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মুজিবুর রহমান নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে জাফলং বন বিটের রহমতপুর এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পুলিশ উদ্ধার করে।

মুজিবুর রহমান উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের পাথরটিলা গ্রামের আশু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে মুজিব বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর রাতে ফিরেনি। বুধবার সকালে স্থানীয় লোকজন বাড়ি পাশেই গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, প্রাথমিক পাওয়া আলামত অনুযায়ী হচ্ছে- ওই যুবক আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.