প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

খালেদার বিরুদ্ধে মানহানি মামলার অভিযোগ গঠনের শুনানি ৪ নভেম্বর

admin
প্রকাশিত অক্টোবর ১৭, ২০১৯, ০১:২৮ অপরাহ্ণ
খালেদার বিরুদ্ধে মানহানি মামলার অভিযোগ গঠনের শুনানি ৪ নভেম্বর

মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত এবং বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকাকে অবমাননা করার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো।

মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলার একমাত্র আসামি খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকায় তার আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন। এরপর ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূর আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ৪ নভেম্বর দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া এ তথ্য জানান।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে এবি সিদ্দিকী মানহানির এ মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে জোট করে রাজাকার আলবদর নেতাকর্মীদের মন্ত্রী ও এমপি বানিয়ে তাদের বাড়িতে ও গাড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা ও মানচিত্র তুলে দেন খালেদা জিয়া।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.