প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কুলাউড়ায় বিভিন্ন মামলায় ১৮ আসামি গ্রেপ্তার

admin
প্রকাশিত জুন ১১, ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ণ
কুলাউড়ায় বিভিন্ন মামলায় ১৮ আসামি গ্রেপ্তার

কুলাউড়া সংবাদদাতা:
মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১০ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওয়ারেন্ট মামলায় ১৬ জন, মাদক মামলায় ১ জন ও চুরির মামলায় ১ জনসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.