প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৬ হিজরি

কানাডায় বাড়ছে যাত্রী, ফ্লাইট বাড়াবে বিমান

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৪, ১২:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
চাহিদা বৃদ্ধির কারণে ঢাকা-টরন্টো-ঢাকা রুটে ফ্লাইট বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চলাচল করত। এখন তা তিনটিতে উন্নীত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ বোসরা ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে টরন্টো ফ্লাইট পরিচালিত হচ্ছে।

বোসরা ইসলাম জানান, আগামী ৩১ অক্টোবর থেকে প্রতি বৃহস্পতিবার অতিরিক্ত একটি ফ্লাইট টরন্টো রুটে যোগ করা হয়েছে। এর ফলে ৩১ অক্টোবর থেকে ঢাকা-টরন্টো-ঢাকা রুটে শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সপ্তাহে তিনটি ফ্লাইট চলবে। বর্তমানে এই রুটে শুধু মঙ্গলবার ও শনিবার ফ্লাইট পরিচালিত হচ্ছে।

বিমান জানায়, এরইমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রির জন্য ওই ফ্লাইটের টিকিটগুলো উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবারের ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

২০২২ সালের ২৬ মার্চ ঢাকা থেকে টরন্টো রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে বিমান। প্রায় ১৯ ঘণ্টা উড়ে ফ্লাইটটি টরন্টো পৌঁছে। ৩০ মার্চ দুপুরে ‘প্রুভেন ফ্লাইট’ নাম দিয়ে টরেন্টো থেকে ১৬ ঘণ্টা উড়ে ঢাকায় ফিরে আসে ওই ফ্লাইট। পরে একই বছরের ২৭ জুলাই এই রুটে বাণিজ্যিক ফ্লাইট চালু করা হয়।

সর্বশেষ এ বছরের মে মাসের তথ্য থেকে জানা গেছে, এই রুটে গড়ে ৯০ শতাংশ আসন পূর্ণ করে ফ্লাইট চলাচল করছে। যা অভাবনীয় বলে মনে করছেন এয়ারলাইন্স সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.