প্রচারবিমুখ জনকল্যাণকামী একটি পরিবারের নাম লাউতা 'মহাজনবাড়ী'। ঐতিহ্যবাহী এই পরিবারটির প্রায় শতভাগ লোক আমেরিকায় বসবাস করলেও গ্রামের অসহায় মানুষের সাথে সবসময় তাদের সহযোগীতা অব্যাহত রয়েছে ।
এই পরিবারে অন্যতম এক হৃদয়বান ব্যক্তি, বিপদগ্রস্ত মানুষের অতি আপনজন, সবার পরিচিত , আমেরিকায় রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাঙ্গালী কমিউনিটির প্রিয়মুখ মহিউদ্দিন আহমদ ।
সম্প্রতি পরিবারের পক্ষথেকে ৪ লাখ ৫০ হাজার টাকা নিজ গ্রাম বাউরভাগের অসহায় ৩০০ টি পরিবার , নিকটাত্মীয় ও এতিমখানায় শিশুদের কল্যাণে নগদ বিতরণ করলেন ।
এখানেই শেষ নয় ; তাঁর সহযোগিতায় আরও ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে সহযোগিতার হাত বাড়ালেন একই গ্রামের সাবেক ছাত্রনেতা সরওয়ার হোসেন সহ গ্রামের আমেরিকা প্রবাসী আরও ক'জন সহৃদয়বান ব্যক্তি । এই নগদ টাকা আরও ৬০ জন কর্মহীন ও অভাবগ্রস্থ মানুষের মাঝে বন্টন করা হয় ।
জনাব মহিউদ্দিন জানান, মানুষের কষ্ট কোন ক্রমেই সহ্য হয় না । যতদিন বাংলাদেশে স্বস্তির অবস্থা ফিরে না আসবে ততদিন তাঁর পরিবার ও প্রবাসীদের দান অব্যাহত থাকবে। আল্লাহতালা যেন তাদের এই মানবিক দানকে কবুল করেন।
আমরা আশা করি আমাদের সমাজে মহিউদ্দিনের মত আরও বিত্তবানরা যেন প্রতিনিয়ত বিপন্ন মানুষের পাশে এগিয়ে আসেন । দুর হোক আমাদের মানুষের দুঃখ দুর্দশা । হাসি ফুটুক সমাজের সকল স্তরের মানুষের হৃদয়ে । সকলকে ধন্যবাদ ।
<p style="text-align: center;">সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক</p> <p style="text-align: center;">সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম</p> <p style="text-align: center;">প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।</p> <p><hr></p> <p style="text-align: center;"><span class="x193iq5w xeuugli x13faqbe x1vvkbs x1xmvt09 x1lliihq x1s928wv xhkezso x1gmr53x x1cpjm7i x1fgarty x1943h6x xtoi2st xw06pyt x1603h9y x1u7k74 x1xlr1w8 xzsf02u x1yc453h" dir="auto"><span class="x1lliihq x6ikm8r x10wlt62 x1n2onr6 x1120s5i">বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ</span></span> উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট । <br>মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২ ইমেইলঃagamiprojonma@gmail.com</p>
Copyright © 2025 Agami Projonmo. All rights reserved.