প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কবিড-১৯: যুক্তরাষ্ট্র অচল

admin
প্রকাশিত মে ৬, ২০২০, ১০:২৪ পূর্বাহ্ণ
কবিড-১৯:  যুক্তরাষ্ট্র অচল

মোঃ জাকির হোসেন, নিউইয়র্ক থেকে-
কবিড-১৯ গোটা বিশ্ব অচল। কোথাও নেই কোন কোলাহল – নেই কোন জমজমাট আড্ডা । সব কিছুই স্থবির । নিরব ঘাতক এই অদৃশ্য অজানা এক আতংকের নাম করোনা । বিশ্বকে শাসন করার মতো ক্ষমতাধর রাষ্ট্র টি ও হিমশিম পোহাচ্ছে । যুক্তরাষ্ট্রে লক ডাউন পর্যায়ক্রমে শিতল করার উদ্যোগ নিলে ও পক্ষে বিপক্ষে আলোচনা রয়েছে। নিউইয়র্কে গর্ভনর এন্ড কুমো পর্যায়ক্রমে লকডাউন শীতল করার আশ্বাস ব্যাক্ত করেছেন। পুরো যুক্তরাষ্ট্র একদম অচল হয়েগেছে।স্কুল – কলেজ বন্ধ । জন-জিবন একদম স্হবির।
যানাগেছে যুক্তরাষ্ট্রে ১.২ মিলিয়ন করোনা ভাইরাসে আক্রান্ত । এর মধ্যে ৭২ হাজার জন লোক মারা গেছেন। তার মধ্যে বাংলাদেশী প্রায় ২৪৫ জন সরকারী হিসাব মতে ।

তাছাড়া পুরো বিশ্বে ৩.৬ মিলিয়নের বেশি লোক আক্রান্ত এবং ( দু লক্ষ সাতান্ন হাজার )২৫৭০০০ হাজার লোক মারা গেছেন। আজ যুক্তরাষ্ট্রে ৫ মে ২০২০ইং ( পঁচিশ হাজার সাতশত এক ) ২৫৭০১ জন করোনা পজেটিভ হয়েছে। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ( তিন হাজার ছয়শত সাতাশি ) ৩৬৮৭ জন এবং মারা গেছেন ( দুই হাজার তিনশত ছয়ছাল্লিশ ) ২৩৪৬ জন। (৫ মে ) আজকের সরকারী হিসাব অনুযায়ী । তথ্যনুসন্ধানে – অসংখ্য লোক নিজ ঘরে চিকিৎসা নিচ্ছেন ।

ভয়ে হালপাতাল যাচ্ছেন না – করোনার সাথে নিরবে যুদ্ধ চালিয়ে দিনযাপন করছেন। সবার মনে অজানা এক আতংক। কেউ কারো সাথে দেখা সাক্ষাত নেই প্রায় ৬ সপ্তাহ ধরে শুধু মোবাইল ফোনে একে অন্যের খুজ খবর নিচ্ছেন ।নিউইয়র্কে আগামী ১৫ মে ২০২০ইং থেকে লক ডাউন ধারাবাহিক ভাবে শীতল করা আশ্বাস পাওয়া গেছে । তবে যু্ক্তরাষ্টের বিভিন্ন ষ্টেইটে লক ডাউন পত্যাহার করার জন্য প্রতিবাদ করেছেন ট্রাম পক্ষের লোকজন।ইতি মধ্যে কিছু ষ্টেইটে লক ডাউন শীতল করা হয়েছে।তাছাড়া জনগনের নিরাপত্তার জন্য ৬মে ২০২০ ইং রাত ১ ঘটিকা থেকে ভোর ৫ ঘটিকা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে । সকল সাবওয়ে পরিষ্কার করার জন্য।
এদিকে বিশ্বের ক্ষমতাবান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম হোয়াইট হাউসের প্রেস ব্রিপিংয়ের
সময় কবিড-১৯ সম্পর্কে একেক দিন একেক ধরনের পরামর্শ দেওয়াতে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে ।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.