প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

করোনা:  ভাইস চেয়ারম্যান  জামাল  ও পিঁছিয়ে নেই-মোঃ জাকির হোসেন

admin
প্রকাশিত মে ২৬, ২০২০, ০৯:০৭ পূর্বাহ্ণ
করোনা:  ভাইস চেয়ারম্যান  জামাল  ও পিঁছিয়ে নেই-মোঃ জাকির হোসেন
   উপজেলা থেকে ইউনিয়নের মানুষের পাশে জনপ্রতিনিধির তালিকায় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন ও পিছিয়ে নেই। কবিড-১৯ ত্র মহাবিপর্যয়ের দুর্যোগময় মুর্হোতে জনগনের পাশে দাঁড়িয়েছেন।  প্রতিনিয়ত যোগাযোগ রক্ষায় ব্যাস্ত সময় অতিবাহিত করছেন ।
    ভাইস চেয়ারম্যান জামাল বিয়ানীবাজার উপজেলার কবিড-১৯ এর কারনে বিশ্বের মহা মারি ও লকডাউনের কবলে পড়ে থাকা বিয়ানীবাজারের অসহায় বেকারত্বের মধ্যে উপহার  ( ঈদুল ফিতরের  )ব্যক্তি উদ্যোগে সামর্থ্য ও সাধ্যের ভিতরে খাদ্য-সামগ্রী পৌছে দেওয়ার  মানবিক কাজের দৃষ্টান্তর স্হাপন করলেন। জনপ্রতিনিধির দায়িত্ববোধের প্রতি সজাগ দৃষ্টি রেখে সর্বদাই নিজ দায়িত্ব মনে করে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনে ব্যাস্ত সময় পার করছেন ।
   ভাইস চেয়ারম্যান জামাল বিয়ানীবাজার সরকারী কলেজের ছাত্র শিবির হঠায় আন্দোলনের রাজপথ কাঁপানো,কলেজ ক্যাম্পাসের অন্যতম নেতা  ছিলেন তখনকার সময়ে। জামালের উত্থান সেই তখন থেকে। উপজেলার আনাচে- কানাচে অসংখ্য মুজিব সৈনিক গড়ার কারিগর তিঁনি ।ভাঙ্গা গড়ার ছাত্র রাজনীতিতে সাময়িক কিছুটা কোনটাসা ও ছিলেন ।তখনকার সময়ে সরকার বিরুধী হওয়াতে কারাবাস ও পোহাতে হয়েছে।
 তার পরবর্তীতে ১ যুগের বেশি সময় সাবেক ছাত্রলীগের আহবায়কের দায়িত্ব পালন করেছিলেন ।সে সময়ে ছাত্রলীগের অন্য কজন প্রিয় নেতাদের মধ্যে অন্যতম ছিলেন । তারপর ও ছাত্রলীগের আদুভাইয়ের তালিকায় নাম স্হান পায়। ছাত্র রাজনীতি থেকে বর্তমানে ভাইস চেয়ারম্যান জামালের জন প্রিয়তা কোনংশে কমতি নেই। সরকার দলীয় আওয়ামীলীগের অনেক হেভিয়েট নেতাদের ছায়া রয়েছে ।বিপদে জনগনের পাশে থাকা – নির্বাচনের পু্র্বের প্রচারনা অনুযায়ী ( কবিড-১৯ ) তার প্রমান ।
    করোনা ভাইরাসের কারনে  অসহায় মানুষের দু:খ-দূর্দশা লাগবে সরকারি ,প্রবাসী নেতা কর্মী ,ব্যবসায়ীও দেশের প্রিয় ব্যক্তিদের সহযোগিতায় বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন  উপহার খাদ্য – সামগ্রী বিতরনের পাশাপশি সুস্হ থাকুন ,ঘরে থাকুন, নিরাপদে থাকুন শ্লোগান অব্যাহত রেখেছেন ।
      বিয়ানীবাজারের জনপ্রতিনিধিরা কবিড-১৯, মহা দূর্যোগের প্রকাল্লে তিঁনি  এক উজ্জ্বল দিষ্টান্তর স্হাপন করলেন। ভাইস চেয়ারম্যানের দায়িত্বের বছর  খানিক পেরিয়ে গেলেও জনপ্রিয়তা কমেনি বরং জনপ্রিয়তা অনেক টা আকাশচুম্বী । জনগনের ভালবাসা নিয়ে,জনগনের পাশে থাকার প্রতিজ্ঞা বাস্তবায়নে তিনি হয়তো সফল অগ্রনায়ক।-যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.