প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
১৩ই রমজান, ১৪৪৬ হিজরি

কবরস্থান থেকে নবজাতক উদ্ধার

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৪, ১২:২৫ অপরাহ্ণ

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের বাহুবল উপজেলার বাহুবল সদর ইউনিয়নের ইসলামপুর এলাকায় কবরস্থানের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। (২৩ সেপ্টেম্বর) সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে ওই নবজাতককে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, ইসলামপুর গ্রামের কদ্দুস মিয়ার বাড়ির পাশে একটি কবরস্থান রয়েছে। স্থানীয় লোকজন কবরস্থানের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় হঠাৎ কবর স্থান থেকে কান্নার শব্দ শুণতে পান। এসময় স্থানীয়রা এগিয়ে গিয়ে ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন। এসময় তারা দেখতে পান শিশুটির শরীর ইঁদুরে কামড়ানো। তাৎক্ষণিক তারা শিশুটিকে নিয়ে হাসপাতালে চলে যান। পরে সেখান থেকে তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে বাহুবল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডাঃ আব্দুল আওয়াল জানান, উন্নত চিকিৎসার জন্য ওই নবজাতককে জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.