প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এমপি-উপজেলা চেয়ারম্যান উভয়কে সমন্বয় করে চলতে হবে -বিয়ানীবাজারের ইউএনও

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০১৯, ০১:২৭ অপরাহ্ণ
এমপি-উপজেলা চেয়ারম্যান উভয়কে সমন্বয় করে চলতে হবে -বিয়ানীবাজারের ইউএনও

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী মাহবুব। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত মতবিনিময় সভায় ইউএনও মৌসুমী মাহবুব বলেন, এমপি-উপজেলা চেয়ারম্যান উভয়কে সমন্বয় করে আমাকে চলতে হবে। তাঁদের দু’জনের সাথে সম্পর্ক ভালো রেখে প্রশাসনিক কাজ এগিয়ে নেয়াই একজন ইউএনও’র দায়িত্ব।

 

তিনি বলেন, গত একমাসে বিয়ানীবাজার উপজেলায় দায়িত্ব পালনকালে আমি সকলমহল থেকে সহযোগীতা পেয়েছি। এ ধারা অব্যাহত রাখলে প্রশাসনিক কাজ চালিয়ে যেতে আমাকে বেশী বেগ পেতে হবেনা। মৌসুমী মাহবুব বলেন, নতুন কর্মক্ষেত্রে শিক্ষার উপর অগ্রাধিকার দেয়া হবে। আমি যেকোন সময় বিদ্যালয় পরিদর্শন করবো। এক্ষেত্রে কাউকে আগে থেকে নোটিশ দেয়া হবেনা। তিনি বিয়ানীবাজারে দায়িত্ব পালনকালে স্থানীয় সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, দিবালোক সম্পাদক হাসান শাহরিয়ার, বিয়ানীবাজারের ডাকের নির্বাহী সম্পাদক মুকিত মোহাম্মদ, যুগান্তর প্রতিনিধি সুয়াইবুর রহমান স্বপন, কালের কন্ঠ প্রতিনিধি শিপার আহমদ, শ্যামল সিলেট প্রতিনিধি সুফিয়ান আহমদ, জালালাবাদ প্রতিনিধি তোফায়েল আহমদ, সবুজ সিলেট প্রতিনিধি আবু তাহের রাজু, একাত্তরের কথা প্রতিনিধি শহীদুল ইসলাম সাজু, যায়যায়দিন প্রতিনিধি তাজবির আহমদ ছাইম, আহমদ রেজা চৌধুরী, মো: জসিম প্রমুখ।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বিয়ানীবাজার প্রেসক্লাবের স্থায়ী ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দ, সাংবাদিকদের হয়রানী বন্ধ, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণসহ নানা প্রস্তাবনা তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.