প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এমপিওভুক্ত হল বানিয়াচং আইডিয়েল কলেজ

admin
প্রকাশিত অক্টোবর ২৪, ২০১৯, ০৮:০৯ পূর্বাহ্ণ
এমপিওভুক্ত হল বানিয়াচং আইডিয়েল কলেজ

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি :: দীর্ঘ নয় বছর পর ২ হাজার ৭৩০ টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। গতকাল বুধবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দেন।

নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে সারা দেশে ৯৩ টি উচ্চ-মাধ্যমিক কলেজ এমপিওভুক্ত করা হয়েছে।

এর মধ্যে হবিগঞ্জের বানিয়াচংয়ের অন্যতম বিদ্যাপীঠ বানিয়াচং আইডিয়েল কলেজের নাম রয়েছে। ২০১২-১৩ সেশন থেকে একদল তরুণ ও উদ্যোমী প্রভাষকদের নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই কলেজটির সুনাম ছড়িয়ে পরে চারদিকে।

এদিকে বানিয়াচং আইডিয়েল কলেজ এমপিওভুক্ত হওয়ায় কলেজের পরিচালনা পর্ষদ, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে। বানিয়াচং-আজমিরীগঞ্জ (হবিগঞ্জ-২) আসনের সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.