
জুড়ী প্রতিনিধি :: প্রভাষক এপে. সুহেল রানাকে প্রেসিডেন্ট ও প্রভাষক এপে. জহিরুল ইসলাম সরকারকে সেক্রেটারী এন্ড ডিএন এডিটর করে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালীর ২০২০ সালের বোর্ড গঠন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার রাতে জুড়ী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ক্লাব প্রেসিডেন্ট এপে. এম রাজু আহমেদের সভাপতিত্বে ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স জেলা-৪ গভর্ণর (ইলেক্ট) এপে. শাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ট্রেজারার এপে. সিরাজুল ইসলাম, এপেক্স ক্লাব অব গ্রীণ হিলস-এর পাস্ট প্রেসিডেন্ট এপে. আদিল হোসেন, এপে. নাজমুল হুদা। এছাড়া ক্লাবের এপেক্সিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় গঠিত ১১ সদস্যের বোর্ডের অপর সদস্যরা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. মো: আনোয়ার হোসাইন, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. হাবিবুর রহমান, আইপিপি এন্ড এক্সপেনশন ডিরেক্টর এপে. এম রাজু আহমেদ, ট্রেজারার এপে. নোমান আহমেদ, সার্ভিস ডিরেক্টর এপে. হাসান আহমেদ, মেম্বারশীপ এন্ড এটেন্ডেন্স ডিরেক্টর এপে. বদরুল ইসলাম, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপে. নাজিম উদ্দিন মানিক, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. হাবিবুর রহমান হাবিব এবং সার্জেন্ট-এট-আর্মস এপে. কবির আহমেদ।
সংবাদটি শেয়ার করুন।