
কর্ম ও গুনে গুনান্বিত পৌরশহরের এক উজ্জ্বল নক্ষত্র – সাদামনের অধিকারী ইতিমধ্যেই সবার প্রিয়জন হয়ে উটেছেন। বিয়ানীবাজার পৌরশহরের কর্ণধার (মেয়র )আব্দুস শুকুর।
বিগত দিনে ও কবিড-১৯ জাতীয় বিপর্যয়ের মধ্যে নিজ শহরকে সুরক্ষা রাখতে ও মানবিক কাজে সর্বদাই নিয়োজিত রাখছেন । মানুষের কল্যাণের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে- ক্লান্তি কি জিনিস হয়তো বা তিঁনি ভুলে গেছেন।
ভোর সকাল থেকে গভীর রাত অব্দি নিরলসভাবে ধারাবাহিক একের পর এক উন্নয়ন ও জনসচেতনামুলক কাজ চালিয়ে জনমনে এক আস্থার পথিক ।
বিশ্বের দুর্যোগময় মুর্হোতে দেশের অন্যান্য অঞ্চল থেকে আগত লোকজনের হোম কোয়ারান্টাইন নিশ্চিত করা ও পৌরশহরের জন সাধারনকে সুরক্ষা রাখতে – মানুষকে সচেতন করা ও কবিড-১৯ কারনে কর্মহীন ও অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্য-সামগ্রী পৌছে দেওয়ার দৃশ্য সামাজিক মিডিয়াতে অহরহ দেখা যাচ্ছে । তাছাড়া হোম কোয়ারান্টাইনে থাকাদের খোঁজ খবর অব্যাহত রেখেছেন।
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য । এই শ্লোগান কে প্রাধান্য দিয়ে।কর্মহীন ও অসহায় মানুষের পাশে থেকে সর্বক্ষন সচেতন ও সাবধান হওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছেন।
দুর্যোগও মহামারীর এ সময়ে বাংলাদেশে
যে ক’জন জন প্রতিনিধি রয়েছেন ।তাঁর মধ্যে সিলেটের বিয়ানীবাজারের পৌর মেয়র আব্দুস শুকুর প্রশংসার দাবীদার ।দিন-রাত তুয়াক্কা না করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে ছুটে যাচ্ছেন মানুষকে সচেতন করার লক্ষে , সামাজিক দুরত্ব ও হোম কোয়ারান্টাইন নিশ্চিত ও প্রযোজনীয় খাদ্য-সামগ্রীসহ সার্বক্ষণিক তদারকি অব্যাহত রয়েছে ।
ভোর বেলা থেকে গভীর রাত অব্দি চলে তাঁর এ সকল মানব সেবা মূলক কাজ। প্রায় তিন বছরে পৌর এলাকায় ও প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন সাধিত হয়েছে। তাছাড়া পৌর এলাকার চেহারা অনেকটা পাল্টে দিয়েছেন।
পৌরশহরে বাস টার্মিনাল নির্মান, প্রমথনাথ দাস রোড প্রসস্থ করন ও আর সি সি ডালাই, টি এন্ড টি রোড আর আর সি সি ঢালাই সহ পৌরসভার অলি-গলির নতুন রাস্তা পাকাকরণ ও সংস্কার করে যোগাযোগ ক্ষেত্রেও এক অসাধারণ পরিবর্তন এনেছেন।
ত্রলাকার নাগরিকের কথা চিন্তা করে সামাজিক দুরত্ব নিশ্চত করতে অস্থায়ীভাবে সবজি ও মাছ বাজারকে পি এইচ জি সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে স্থানান্তর করাসহ পৌরশহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সর্বদাই কাজ করে যাচ্ছেন ।ইতিমধ্যেই বিয়ানীবাজার পৌরসভা । প্রথম শ্রেণির পৌরসভায় উন্নিত হয়েছে।মেয়রের লক্ষও উদ্দেশ্যে দেশের শ্রেষ্ঠ পৌরসভায় পরিনত করা। এলক্ষে তিনি কাজ করে যাচ্ছেন।
জনপ্রতিনিধির সংজ্ঞা কি?একজন পৌর মেয়রের দায়িত্ব কর্তব্য কি ? তা সচেতনবাসীর মতে সব বৈশিষ্ট্য বিয়ানীবাজার পৌর মেয়রের মধ্যেই রয়েছে ।
নিজের পরিবার ও একমাত্র সন্তানকে দুর-দেশে রেখে পৌর জনগনের পাশে রয়েছেন – কারন তিঁনি ঐ জনগনের ভোটে নির্বাচিত পৌর প্রতিনিধি ।এরকম জনপ্রতিনিধি প্রতিটি পৌরশহরের থাকলে জন নেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল চিত্র ফুটে উটতো । বিয়ানীবাজারবাসি নির্বাচিত করতে ভুল করেনি- তাঁরা সত্যিকারের পৌর মেয়র নির্বাচিত করেছেন। মেয়র ও জনগনের ভালোবাসায় সিক্ত।-
-যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য।
সংবাদটি শেয়ার করুন।