আমাকে সে খুব বোঝে। আমার কাজের ব্যাপারেও বেশ সাপোর্টিভ। আমার কঠিন সময়ে ও আমার পাশে ছিল। সেই বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে পেতে যাচ্ছি ভেবে ভালো লাগছে। মাস তিনেক আগে আমাদের দুই পরিবার বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কথাবার্তা বলেছে। সবার কাছে দোয়া চাই যেন নতুন জীবনে সুখী হই। ২০১৪ সাল থেকে মডেলিং শুরু করেন সাবিলা। শুরুতে বেশকিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে থিতু হয়েছেন নাটকে। তার অভিনীত প্রথম নাটক ‘ইউ টার্ন।’