প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

অস্কারজয়ী অভিনেত্রী জেন ফন্ডা আটক (ভিডিও)

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০১৯, ০৯:০৭ পূর্বাহ্ণ
অস্কারজয়ী অভিনেত্রী জেন ফন্ডা আটক (ভিডিও)

অস্কারজয়ী ৮১ বছর বয়সী অভিনেত্রী জেন ফন্ডাকে আটক করেছে মার্কিন পুলিশ।স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিল থেকে তাকে আটক করা হয়।জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়ার সময় এই অভিনেত্রীকে আটক করে পুলিশ।ক্যাপিটল হিলের ইস্ট ফ্রন্টে বেআইনিভাবে বিক্ষোভ করায় ১৬ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের এক মুখপাত্র।আর্ন্তজাতিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শুক্রবার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এবং পরিবেশ রক্ষার দাবিতে বিক্ষোভ করছিলেন জেন ফন্ডা। সে সময় বিক্ষোভকারীদের মধ্যে থেকে কয়েকজনের আটক করে পুলিশ। এসময় আটক হন জেন ফন্ডাও। এরপর তাকে পুলিশি হেফাজতে পাঠানো হয়।জেন ফন্ডারের গ্রেফতারের দৃশ্যটি ভিডিও করে ইতিমধ্যে দেশটির সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়েছে।সেখানে দেখা গেছে, উজ্জ্বল লাল রঙের ওভারকোট পরে বিক্ষোভে অংশ নেন জেন ফন্ডা। বিক্ষোভে তাকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেছে। একপর্যায়ে তার দুহাতে হ্যান্ডকাফ পরিয়ে বিক্ষোভরতদের কাছ থেকে তাকে দূরে সরিয়ে নেয় পুলিশরা।জলবায়ু দূষণের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ছিলেন জেন ফন্ডা। এ বিষয়ে নানা কর্মসূচিতে অংশ নিতেন তিনি। সম্প্রতি লসঅ্যানজেলেস টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সুইডিশ জলবায়ু বিষয়ক অধিকারকর্মী গ্রেটা থানবার্গের মতো বৈশ্বিক উষ্ণায়নের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছা প্রকাশ করেন জেন ফন্ডা।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.