প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

অপপ্রচারের প্রতিবাদে সাইবার ট্রাইব্যুনালে মামলা: বাদী বিয়ানীবাজারের এক সাংবাদিক

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৬:৩০ অপরাহ্ণ

 

স্টাফ রিপোর্টার:

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন অপপ্রচার, জঘন্য মিথ্যাচার ও মানহানীর প্রতিবাদে সিলেটের সাইবার ট্রাইব্যুনাল আদালতে এবার মামলা করলেন এক সাংবাদিক। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। ভূক্তভোগী ওই সাংবাদিক দৈনিক ইত্তেফাক পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি ও দৈনিক সিলেট কন্ঠ পত্রিকার সম্পাদক আব্দুল খালিক। তিনি উপজেলার মেওয়া গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।

জানা যায়, সাংবাদিক আব্দুল খালিকের ব্যক্তিগত ও সরকারি জমির উপর মামলার বিবাদীরা জোরপূর্বক স্থাপনা তৈরীর কাজ শুরু করে। এতে ওই সাংবাদিক বাধা প্রদান করলে বিবাদীরা পরস্পর যোগসাজেশে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফেসবুকে কুৎসা রটনা করতে থাকে। গত ৭ আগস্ট বিবাদী জামিল আহমদ তার নিজ নামীয় ফেসবুক আইডি থেকে সাংবাদিক আব্দুল খালিককে জড়িয়ে আপত্তিকর পোস্ট করে। ওই পোস্টটি আবার জামিল আহমদের ভাই জাবির আহমদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।

এতে সংক্ষুব্দ হয়ে বাদী আব্দুল খালিক মেওয়া গ্রামের আজমান আলীর পূত্র জামিল আহমদ (২৫) ও জাবির আহমদ (২২)সহ তিনজনকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর রায়হান জানান, বাদীর আনীত অভিযোগের অনেক সত্যতা পাওয়া গেছে। মামলা সংক্রান্তে বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

সূত্র জানায়, বিবাদীপক্ষ এর আগে ওই সাংবাদিকের বিরুদ্ধে সিলেটের আমলী আদালতে মিথ্যা মামলা দায়ের করলে আদালত তা বিনা তদন্তে নথিজাত করার আদেশ দেন। ২০০৫ সালে তারা সাংবাদিক আব্দুল খালিককে ফাঁসাতে তার বসতবাড়ির সীমানায় এনে মাদকদ্রব্য রাখে বলেও এলাকাবাসী অনেকেই জানান।

সাংবাদিক আব্দুল খালিক জানান, জোরপূর্বক জমিজমা দখলের বিষয়সহ অন্যান্য ফৌজদারী অপরাধের বিচার চেয়ে বিবাদীগণের বিরুদ্ধে সিলেটের ডিআইজি, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। বিবাদীরা তাকে হত্যার ষড়যন্ত্র করছে বলেও দাবী করেন তিনি।

 

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.