প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

অনেকে চায় না নেইমার ফিরে আসুক : মেসি

admin
প্রকাশিত অক্টোবর ২০, ২০১৯, ০৫:১৭ পূর্বাহ্ণ
অনেকে চায় না নেইমার ফিরে আসুক : মেসি

বার্সেলোনায় নেইমারের ফেরা নিয়ে কম গুঞ্জন ছিল না। কিন্তু কয়েক দফা আলোচনার পরও সেই পিএসজিতেই থাকতে হয় এই ব্রাজিলিয়ান তারকাকে। পরে এ নিয়ে লিওনেল মেসি জানিয়েছিলেন, ক্লাবের সদিচ্ছা না থাকায় নেইমার আসতে পারেনি। এবার নেইমারের বার্সায় না ফেরা নিয়ে রেডিও মেট্রোতে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুললেন মেসি। জানালেন ক্লাবেরই অনেকে চায় না সে ফিরুক।

সাক্ষাৎকারে মেসি বলেন, ‘নেইমারের সঙ্গে আমাদের প্রচুর কথা হয়। আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে লুইস সুয়ারেজও আছে।’

তিনি আরো বলেন, ‘তার এখানে ফেরাটা বেশ কঠিনই। সে যেভাবে বার্সা ছেড়েছে। ক্লাবের অনেক মেম্বার ও কিছু মানুষই চায় না সে ফিরে আসুক।’

এ সময় আজীবন বার্সার হয়েই খেলার ব্যাপারে জানতে চাইলে মেসি বলেন, ‘আমি এমন কোনো চুক্তি চাই না যেটি আমাকে বেঁধে রাখবে। আমি খুশি না থাকলে এখানে থাকতে চাই না। আমি আমার লক্ষ্যের জন্য প্রতিযোগিতা, পারর্ফম ও লড়াই করতে চাই। শুধু আমার চুক্তির জন্য এখানে থাকতে চাই না।’

তিনি আরো বলেন, ‘এই ব্যাপারটিই আমি পছন্দ করি না ( বার্সার খেলোয়াড় ধরে রাখার চিন্তা)। তবে এখানে (বার্সেলোনা), আমি সারাজীবন থাকতে চাই।’ সৌজন্যে : কালের কণ্ঠ

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.