
স্টাফ রিপোর্টার:
হেফাজতে ইসলামের নেতা ও সাবেক সংসদ সদস্য মাওলানা এডভোকেট শাহীনুর পাশা চৌধুরীর গ্রেফতারে ক্ষুব্দ প্রতিক্রিয় জানিয়েছেন বিয়ানীবাজারের ছাত্রলীগের এক কর্মী। তিনি যেপথে গেলে জান্নাত পাওয়া যাবে, সেই পথে যোগ দেয়ার আকুতি জানান।
তার এই ফেসবুক স্ট্যাটাস নিয়ে উপজেলাজুড়ে তোলপাড় চলছে। তবে স্থানীয়ভাবে ছাত্রলীগের কোন কমিটি না থাকায় এ বিষয়ে দায়িত্বশীল কারো মন্তব্য জানা যায়নি। এমনকি সিলেট জেলা ছাত্রলীগের কোন কমিটি না থাকায় তাদের অনেকেই এ বিষয় নিয়ে মন্তব্য করতে চাননি।
ছাত্রলীগ কর্মী মাহফুজুল ইসলাম মাহদীর ফেসবুক আইডির প্রোফাইল ঘুরে জানা যায়, তিনি বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের কর্মী। তবে তার বাাড়ি কোথায় সে বিষয়ে কিছু উল্লেখ নেই।
নিজের ফেসবুক আইডিতে মাহফুজুল ইসলাম মাহদী লিখেছেন-
আমার মসজিদে নাই আমার নিরাপদ
মাহফুজুল ইসলাম মাহদী
বাংলাদেশ ছাত্রলীগ
বিয়ানীবাজার সরকারি কলেজ
এড শাহিনুর পাশা চৌধুরী..
বনকলাপাড়া এ’তেকাফ অবস্তায় ডিবি’র হাতে গ্রেফতার!
গ্রেফতার নিশ্চিত করেছেন উনার স্ত্রী..
আসলে উনি কে, বিএনপি, জামাত, আওয়ামীলীগ না হেফাজতে ইসলাম?
সত্যি বলতে কে উনি কোন দল করেন সেটা আমার দেখার বিষয় না..
কষ্ট লাগে যখন একটা গোলাম তার মালিকের কাছে নিজেকে বন্দী করে রেখেছে তখন বাংলাদেশের পুলিশ তাকে গ্রেফতার করেছে.. 😭😭😭
হে দুশমনি কারো সাথে তাকতে পারে তাই বলে আল্লাহর কাছে বন্দী অবস্থায় আপনারা তাকে বন্দী করতে পারেন না… কোন বাংলাদেশে আছি যেখানে দুশমনির জন্য আমার ইসলামকে নষ্ট করার চেষ্টা করার হচ্ছে…
মাঝে মধ্যে কোন পোস্ট দিলে অনেকে ফোন করে বলে তুই বুঝি হেফাজতে যোগ দিছত.. আসলে আমি হেফাজতে যোগ দিছি না, যোগদিতে চাই যে রাস্তায় গেলে জান্নাত পাওয়া সহজ হবে…
সংবাদটি শেয়ার করুন।