প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সীমান্তে ২ কোটি ১১ লক্ষ টাকার মালামাল জব্দ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৬:৩১ অপরাহ্ণ

দোয়ারাবাজার সংবাদদাতা:
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতে পাচারকালে সুপারি, রসুন ও মাছসহ ২কোটি ১১লক্ষ টাকার মালামাল আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজারের বাংলাবাজার বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে বাংলাদেশ অভ্যন্তরে স্থানীয় কুশিউড়া নামক স্থান থেকে এসব মালামাল আটক করে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৬ হাজার কেজি বাংলাদেশি সুপারি, ৬ হাজার কেজি রসুন, ৪ হাজার কেজি শিং মাছ, ১টি ট্রাক, ২টি ডিআই ও ৪টি মাহেন্দ্র পিকআপ। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।

এদিকে সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস অফিসে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল হাফিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.