প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে রমজান, ১৪৪৬ হিজরি

সাবেক ছাত্রলীগ নেতা পান্নার মরদেহ হস্তান্তর

editor
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশের প্রশাসনের কাছে হস্তান্তর করেছে মেঘালয় পুলিশ।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর দিয়ে তার মরদেহ হস্তান্তর করা হয়।

এ সময় সময় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় বিএসএফ এবং মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলার ডাউকি থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সাবেক ছাত্রলীগ নেতার স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পান্নার মরদেহ বাংলাদেশে পাঠাতে ভারত সরকারকে অনুরোধ করে পররাষ্ট্র মন্ত্রাণালয়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার বাংলাদেশ পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিহতের ভাতিজা মো. কামরুজ্জামান খাঁন নাবিল।

শনিবার (২৪ আগস্ট) রাতে কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় প্রাণ হারান পান্না। এর দুদিন পর সোমবার (২৬ আগস্ট) ভারতের অভ্যন্তরে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মেঘালয় রাজ‍্যের উমকিয়াং থানা পুলিশ। ঘটনাটি হত‍্যাকাণ্ড বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওই রাজ‍্যের পুলিশ।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.