প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ অভিবাসী আটক

editor
প্রকাশিত জুলাই ১৬, ২০২৪, ০১:৪৩ অপরাহ্ণ

মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ জন অনথিভুক্ত অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। দেশটির জোহর রাজ্যের শহরের কেন্দ্রে চারটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (১৫ জুলাই) অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহদ দারুস এক বিবৃতিতে বলেন, একটি কোম্পানি অনুমতি ছাড়াই বিদেশি শ্রমিকদের নিয়োগ করেছে, স্থানীয় জনসাধারণের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে ১৩ জুলাই সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে বিভাগের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, মোট ২০৩ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করে ১৪৫ জনকে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে মিয়ানমারের ৯০ জন পুরুষ এবং ১৮ জন নারী, নেপালের ২৭ জন পুরুষ, ইন্দোনেশিয়ার চারজন পুরুষ এবং তিনজন নারী এবং বাংলাদেশের তিনজন পুরুষ রয়েছেন, যাদের বয়স ১৮ থেকে ৪৪ বছরের মধ্যে।

সোশ্যাল ভিজিট পাসের অপব্যবহারের জন্য ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯ (বি) ধারা এবং ১৯৫৯/৬৩-এর ইমিগ্রেশন অ্যাক্টের ৬(১)(সি) এবং ১৫(১)(সি) এর অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে। আটককৃতদের জোহর ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.