প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দেশে এখন সংস্কার বেশি জরুরি: জামায়াত

editor
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ণ
দেশে এখন সংস্কার বেশি জরুরি: জামায়াত

স্টাফ রিপোর্টার:
দেশে এখন সংস্কার বেশি জরুরি বলে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

জামায়াত আমীর আরও বলেন, এ সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার। তারা দেশ শাসনের জন্য আসেননি। দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য এসেছেন।

তিনি বলেন, আমরা আশা করবো, বতর্মান অন্তর্বর্তীকালীন সরকার কোনো পক্ষ-বিপক্ষের মানসিকতা না নিয়ে দেশকে একটি ভালো জায়গায় নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন।

এর আগে আড়াইটায় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সংলাপ করেছে বিএনপি। দলটি জানায়, নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছে তারা।

সংলাপ শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের সংস্কার এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারগুলো আমরা তুলে ধরেছি। আমাদের মতামতও দিয়ে এসেছি। আমরা বলেছি যে, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আর আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন, কবে নির্বাচন হবে, সে বিষয়ে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.