প্রকাশনার ১৫ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
২৭শে রমজান, ১৪৪৬ হিজরি

অসুস্থ মান্নানকে সুনামগঞ্জ থেকে সিলেটে প্রেরণ

editor
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৪, ০৭:০০ অপরাহ্ণ
অসুস্থ মান্নানকে সুনামগঞ্জ থেকে সিলেটে প্রেরণ

সুনামগঞ্জ সংবাদদাতা:
কারাগারে অসুস্থ হয়ে পড়ায় সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে শনিবার (৫ অক্টোবর) সিলেট কারাগারে নিয়ে আসা হয়েছে। প্রয়োজনে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হবে। এ লক্ষ্যে হাসপাতালটিতে কেবিন প্রস্তুত করে রাখা হয়েছে।

এর আগে শনিবার সকালে বুকে পেটে ব্যথার কারণে মান্নান অসুস্থ বোধ করলে তাকে প্রথমে সুনামগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে দুপুরে নিয়ে আসা হয় সিলেট কারাগারে।

জানা গেছে, মান্নানের অসুস্থতা নিয়ে সিলেট কেন্দ্রীয় কারগার কর্তৃপক্ষ এখনো সিদ্ধান্ত নেয়নি। প্রয়োজন হলে ওসমানী হাসপাতালে প্রেরণ করার প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।

উল্লেখ্য, ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় গত ১৯ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন মান্নান। পরদিন তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়। এরপর থেকে সাবেক এই মন্ত্রী ওই কারাগারে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন।

    No feed items found.